তারুণ্যের রঙে সাজছে দেশ, দেয়ালে নতুন বাংলাদেশ
দেশ মেরামতের কাজ করছে তরুনরা,নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ। বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রঙ তুলি।নিজ নিজ উদ্যোগে ঢাকা শহরের ন্যায় প্রতিটি শহরকে নতুন ভাবে সাজিয়ে তুলতে কাজ করছেন এক ঝাঁক তরুণ প্রজন্ম। এর ধারাবাহিকতায় বগুড়ার সোনাতলা পৌর শহরের প্রতিটি দেয়ালে রঙ তুলির ছোঁয়ায় সাজিয়ে তুলছেন তরুন প্রজন্ম।
সরেজমিনে দেখা যায়,পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ অন্যান্য স্থানের দেয়ালে রঙ তুলির ছোঁয়ায় শহরটিকে শুধু সাজিয়েই তুলছেন না,বরং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব সহ বাজার মনিটরিংএ ভলিনটিয়ারের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়,দেয়ালে দেয়ালে এমন দৃষ্টিনন্দন শৈল্পিক কারুকার্য আগে দেখা যায় নি। যা একমাত্র উদ্যমী তরুন প্রজন্মের মাধ্যমে সম্ভব হয়েছে বলে জানান তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান,২৪শে পাওয়া বাংলাদেশে কেন থাকবে অপরিচ্ছন্নতা?তাই আমরা নিজেরাই দেশ সংস্কারের কাজে এগিয়ে এসেছি। দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা অগোছালো চিন্তা গুলোকে এক সুতায় বাঁধার প্রয়াস এখন আমাদের সর্বোচ্চ