সিএমপি’র ইপিজেড থানার অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরীর সিএমপি’র ইপিজেড থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১৪ জুলাই’২৪ ইং রবিবার ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইনের বিশেষ দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে এএসআই (নি.) মোঃ আবুল হোসেন সহ ইপিজেড থানা পুলিশের একটি টীম ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০১৬ সালের একটি জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাহফুজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসাম মাহাফুজের বিরোদ্ধে
ইপিজেড থানার মামলা নং-১৫ (১)১৬, জিআর- ১৫/১৬, দায়রা-৩৬৪৫/১৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ), প্রসেস নং-২১/২৪ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৫ (পাঁচ) বছরের কারাদণ্ডাপ্রাপ্ত হন।
সাজা প্রাপ্ত আসামি মোঃ মাহফুজকে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
ইপিজেড থানা পুলিশের অপর একটি টীম অভিযান পরিচালনা করে ২০২৩ সালের একটি অর্থজারী মামলার কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সাইদুল আরেফিন চৌধুরী নোমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। নোমানের বিরোদ্ধে অর্থজারি মোকদ্দমা নং- ৮৭০/২০২৩, ধারা- অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪ (১),
প্রসেস নং- ১২৭/২৪ সংক্রান্ত মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইদুল আরেফিন চৌধুরী নোমান দীর্ঘ দিন পলাতক অবস্থায় ছিল।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকায় অপরাধ প্রবনতা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের বিশেষ নির্দেশনায় ইপিজেড থানা পুলিশ দিনরাত সার্বক্ষনিকভাবে সজাগ সতর্ক থেকে দায়িত্ব পালন করছে।
ইপিজেড থানা এলাকা শিল্পাঞ্চল হওয়ায় একটি ঘনবসতি এলাকা। জনচক্ষুর আড়ালে যাতে এখানে অপরাধীরা আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোন অপরাধ সংগঠিত করতে না পারে এবং বাহিরের কোন অপরাধী আসামী যাতে এলাকায় আত্মগোপন করে থাকতে না পারে সে ব্যাপারে ইপিজেড থানা পুলিশ সর্বদা সতর্ক আছে।
এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার সুশীল সমাজ সহ সর্বসাধারনের সহযোগিতা কামনা করেন ওসি মোহাম্মদ হোছাইন।