কলেজিয়েট স্কুল ছাত্রদের পরিক্ষার ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট শিক্ষকেরঃ সর্বত্র নেতিবাচক আলোচনা
৩ জুলাই সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সান্নাষিক সামস্টিক মুল্যায়ন পরিক্ষা’২০২৪। পরিক্ষার প্রথম দিনেই পরিক্ষা চলাকালীন সময়ে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের প্রনব নন্দী নামে একজন শিক্ষক দীর্ঘ ৩ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে, এ নিয়ে মিডিয়া কর্মি, অভিভাবক ও সুশীল সমাজের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদের পরিক্ষা শুরু হওয়ার কিছু সময় পর ছাত্ররা যখন পরিক্ষার খাতা লিখায় গভীর মনযোগে, তখন ঐ স্কুলের শিক্ষক প্রনব নন্দী পরিক্ষার হলে পরিদর্শক হিসাবে দায়িত্ব এড়িয়ে ভিডিও ধারনে ব্যস্ত ছিল। শিক্ষক যখন ভিডিও শ্যুট শুরু করতে থাকেন, তখন ছাত্ররা পরিক্ষার প্রতি মনসংযোগ হারিয়ে স্যারের ভিডিও’র প্রতি মনযোগী হয়ে উঠতে দেখা যায় ভিডিওতে। বিশ্লেষকদের মতে ছাত্রদের এ মনসংযোগে ব্যাঘাত সৃষ্ঠি করা মনস্তাত্বিক দৃষ্ঠিকোন থেকে বড় ধরনের অন্যায় এবং অপরাধও বটে।
ভিডিওটি দ্রুত সময়ের মধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়ে পড়লে অভিভাবক ও সুশীল সমাজে নেতিবাচক সমালোচনা শুরু হয়। এ সমালোচনা এ কান ও কান হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ঘন্টা দুয়েক পর শিক্ষক প্রনব নন্দী তার ফেসবুক একাউন্ট থেকে দ্রুত ভিডিওটি সরিয়ে নেন। ভিডিওটি সরিয়ে নেওয়ার আগেই সংক্ষুদ্ধ অভিভাবক ও সুশীল সমাজের লোকজন ভিডিওটির স্কিনশট নিয়ে রাখে।
এ ব্যাপারে মুঠো ফোনে সংশ্লিষ্ঠ শিক্ষক প্রনব নন্দীকে কল করে জানতে চাওয়া হলে তিনি এ ধরনের ভিডিও ধারন এবং সোস্যাল মিডিয়ায় পোস্ট করা নিষেধ আছে কিনা উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন। সোস্যাল মিডিয়ায় এ ধরনের সংবেদনশীল ভিডিও পোস্ট করে নিজের আইডি’র ভিউজ রিচ্ করতে তিনি নীতি বহির্ভূত এ ভিডিও আপলোড করেছেন, দর্শকদের এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে, তিনি দর্শকদের সমালোচনার কথা স্বিকার করে ভিডিওটি ডিলেট করে দেওয়ার কথা জানান।
কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি স্কুলের শিক্ষক কতৃক পরিক্ষা চলাকালীন সময়ে ভিডিও সোস্যাল মিডিয়ায় আপলোড করার কথা জানেননা জানিয়ে বিভিন্ন জন থেকে কলে অভিযোগ পেয়েছেন বলে জানান।
তিনি আরো বলেন, পরিক্ষা চলাকালীন সময় যেকোন শিক্ষক ছাত্রদের প্রতি অমনযোগী হয়ে এ ধরনের ভিডিও করা এবং সোস্যাল মিডিয়ায় আপলোড করা নীতি বহির্ভূত গর্হিত কাজ বলে অভিমতে জানান, একই সাথে তিনি এ ব্যাপারে পর্যবেক্ষন করে ঐ শিক্ষকের বিরোদ্ধে কারন দর্শানো নোটিশ সহ উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করে শাস্তিমুলক পদক্ষেপ গ্রহনের কথাও জানান।