আব্দুস সাত্তার আকন্দ আলতাফননেছা শিক্ষা ফাউন্ডেশন হতে এসিল্যান্ডকে ক্রেস্ট প্রদান
বগুড়ার সোনাতলায় আব্দুস সাত্তার আকন্দ আলতাফননেছা শিক্ষা ফাউন্ডেশন হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলটি মান উন্নত শিক্ষা প্রসারে উপজেলায় ব্যাপক ভুমিকা পালন করে চলেছে।
ফলে এই স্কুলটি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বরাবর সেরাদের তালিকায় রয়েছে। সেই সাথে প্রতি সাময়িক পরিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়।
তার ধারাবাহিকতায় ২রা জুলাই মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)খাদিজা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালক এটিএম রেজাউল করিম মানিক।তবে এটি ২৪সালের প্রথম সাময়িক মূল্যায়ন পরীক্ষায় অতিথি হিসেবে দেওয়া হয়।
যার সৌজন্যে পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এবিষয়ে পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বলেন, মানউন্নত ও আধুনিক শিক্ষা প্রসারে জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলটি বরাবরই সেরা তালিকায় রয়েছে। প্রতি সাময়িক মূল্যায়ন পরীক্ষায় মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থী সহ আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়ে থাকে।