• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ড. ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনবাগ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাতিয়াতে বিএনপি নেতা শামীমকে প্রত্যাখানের ঘোষণা, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বগুড়ায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ৪জন কয়েদি পলায়নের পর পুলিশের জালে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুন, ২০২৪

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় গতকাল জেলা কারাগার হতে ৪ (চার) জন মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কয়েদি পলায়নের পর জেলা পুলিশের চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে পলাতক ওই ৪ (চার) জন মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কয়েদিকে আটক করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক সুদীপ চক্রবর্তী বিপিএম,পিপিএম। জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,পুলিশী জীবন সম্পূর্ণ অনিশ্চয়তায় ঘেরা। হঠাৎ অনিশ্চয়তার তীব্র ঢেউ আছড়ে পরে দিনের অবাধ চাঞ্চল্য কিংবা রাত্রির গভীর নির্জনতার ভীড়ে।

এই ঢেউকে সামাল দিয়ে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা সমুন্নত করণে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা সর্বোচ্চ সক্ষমতা,নিষ্ঠা,পেশাদারিত্ব, আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। তবে গতকাল গভীর রাতে সংঘটিত এমনি একটি সম্পূর্ণ চাঞ্চল্যকর,অভূতপূর্ব,অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত,বিরল ঘটনা জেলা পুলিশ বগুড়ার সুদক্ষ,পরিশ্রমী, নিবেদিত সদস্যরা সর্বোচ্চ দায়বদ্ধতার পরিচয়ে তড়িৎগতিতে পদক্ষেপ নিয়ে প্রশমন করে।

জেলা পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়,গতকাল গভীর রাতে বগুড়া জেলা কারাগারে আটক ৪(চার) জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি প্রিজন সেলের ছাদ ফুটো করে সুউচ্চ প্রাচীর টপকে পালিয়ে যায়। এই ঘটনা অবহিত হওয়ার সাথে সাথেই সদর থানার সকল টহলদলকে তাৎক্ষণিক বেতারবার্তার মাধ্যমে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়।

বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে সদর ফাঁড়ির একটি টহলদল অত্যন্ত বুদ্ধিমত্তা,দক্ষতা ও ক্ষীপ্রতার সাথে জেলা কারাগার সংলগ্ন করতোয়া নদীর ঠিক ওপারে চাষীবাজার হতে ৪ জন মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদিকেই বার্তা পাওয়ার ঠিক ১৪মিনিটের মধ্যে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এই অভিযানে সরাসরি অংশগ্রহণকারী সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রেস ব্রিফিংয়ে। উল্লেখ্য সম্প্রতি সময়ে বগুড়ায় খুনের ঘটনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে এধরনের ঘটনা জানাজানি হলে জনমনে কিছুটা আতংকের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ