রনজিত কুমার পাল (বাবু):
ঐতিহাসিক ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের রথ উৎসব ও রথমেলা-২০২৪ আগামী ৭ই জুলাই রবিবার শুরু হবে,উল্টো রথ ১৫ জুলাই অনুষ্ঠিত হইবে। রথমেলা চলবে প্রায় একমাস।
শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও রথমেলা-২০২৪ এর রথমেলা ইজারা পত্তন করার জন্য গঠিত রথমেলা-২০২৪ এর ইজারা পত্তন উপ- কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন-২০২৪)বিকেলে সাড়ে পাঁচটার দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দিরের নাট-মন্দিরে রথমেলা-২০২৪ এর ইজারা পত্তন উপ-কমিটির আহবায়ক ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও উপ-কমিটির সদস্য-সচিব নন্দ গোপাল সেনের সঞ্চালনায় সভায় ইজারা কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ইজারাদারদের সাথে সার্বিক আলোচনান্তে রথমেলা কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন এর নামে ইজারা পত্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ’সময় বক্তব্য রাখেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতি ও রথমেলা ইজারা পত্তন উপ-কমিটির আহবায়ক ডা: অজিত কুমার বসাক, মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও ইজারা পত্তন উপ-কমিটির সদস্য সচিব শ্রী নন্দ গোপাল সেন, ইজারাদারদের পক্ষে বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর (৩নং ওয়ার্ড) মোঃ মোকছেদ আলী, শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, সহ অন্যান্য।
এ’সময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী জগদীশ চন্দ্র সরকার,শ্রী প্রদীপ কুমার মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ,মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল ইজারাদারদের পক্ষে আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান বাবুল ও ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।