• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ড. ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনবাগ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাতিয়াতে বিএনপি নেতা শামীমকে প্রত্যাখানের ঘোষণা, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বগুড়ায় ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ মে, ২০২৪

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ৩য় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর।

সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন আপনার নির্বাচন কমিশনের আওতাধীন। আপনাদের কেউ ভয়-ভীতি বা আপনার কাজে বাঁধা সৃষ্টি করলে প্রশাসনকে জানাবেন।

আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যারা ভোট গ্রহণে বাঁধা সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা নির্বাচিত হবেন তারা আগামী ৫ বছরের জন্য দায়িত্বে থাকবেন। কিছুদিন পূর্বে ২য় ধাপে নির্বাচনে প্রিসাইডিং অফিসার দূর্নীতি করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আপনারা যতক্ষণ কোন দূর্নীতি করবেন না ততক্ষণ আপনাদেরকে সহযোগিতা করা হবে।

তবে যদি আপনারা কোন দূর্নীতি করেন তাহলে তার দায়ভার আপনাকেই নিতে হবে। বৃহস্পতিবার দূপূর ১টায় শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আয়োজনে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ও সদ্য উপদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব তাসনিমুজ্জামান, অতিরিক্ত বগুড়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

প্রসঙ্গতঃ আগামী ২৯ মে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটগ্রহণ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ