বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় অক্ষয় তিথীয়া উপলক্ষে গঙ্গাস্নানের মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছেন শত বছর পুর্বে জৈনক কালা সাহা নামক এক ব্যক্তি প্রথম মেলার আয়োজন করে। এ বিষয়ে ধীরেন্দ্রনাথ কাব্যতিথ্য কলেজের অধ্যক্ষ ও সমাজসেবক দিলিপ রায় বলেন,প্রতি বছর এই তিথিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে তাদের আত্মীয় স্বজন এসেছে।
মেলায় বিনোদন মুলক নাগরদোলা,নৌকা,মাছ,হরেক রকম মিষ্টি,খেলনা, ফার্নিচার, লোহার দোকান,কসমেটিক সহ নানান রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা চলে দিনভর জমজমাট বেচাকেনা। এদিকে কাকাডাকা ভোর থেকে নদীর তীরে বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মানুরাগী ভক্তবৃন্দরা স্নান উৎসব পালন করে।
মাছ ব্যাবসায়ী শিপুল প্রাং বলেন,লাখ দুয়েক টাকার মাছ এনেছি বেচাকেনাও ভালো। মেলায় আসা মহিচরনের লিটন প্রামানিক বলেন মেলায় এসেছি মাছ মিষ্টি ও বাচ্চাদের খেলনা কিনতে।