বিকাশ স্বর্নকার,বগুড়া প্রতিনিধি:
বগুড়া সোনাতলায় ১৮দিনেও সন্ধান মিলেনি পলি রানী রবিদাসের। পলি রানী রবিদাস উপজেলার মহিষাবাড়ি গ্ৰামের সিংহাসন রবিদাসের মেয়ে। হঠাৎ মেয়ে নিখোঁজ হওয়ায় মা ভারতী রবিদাস খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। মেয়েটিকে উদ্ধারে থানায় জিডি দায়ের করেন মা ভারতী রানী।পলি রানী স্থানীয় একটি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
থানার জিডি সুত্রে জানা গেছে,প্রতিদিনের ন্যায় গত ৪ঠা এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয় কিন্তু সন্ধ্যা হলেও বাড়ি ফিরেনি পলি রানী। এদিকে দিনভর মেয়ে বাড়ি ফিরে না আসায় দূর চিন্তায় পড়ে পরিবার। এরপর থেকে পলির পরিবার সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখবর করে মেয়েকে না পেয়ে প্রথমে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেন এবং পরবর্তিতে ২৩শে এপ্রিল মঙ্গলবার থানায় জিডি করেন পলির মা ভারতী রানী রবিদাস।
এবিষয়ে ভারতী রানী বলেন,আজ প্রায় ১৯দিন হলো থানায় ঘোরাঘুরি করছি এখন পর্যন্ত মেয়েকে ফিরে পাইনি তবে তিনি মেয়ে উদ্ধারে প্রসাশনকে অনুরোধ জানান। পলির বাবা সিংহাসন রবিদাস বলেন,আমি মেয়েকে না দেখতে পেয়ে অসুস্থ্য হয়ে পড়েছি। তিনি বলেন আমি যদি এক নজর মেয়েটিকে দেখতে পেতাম তাহলে মন জুড়িয়ে যেতো।
পলীর ভাই পল্লব রবিদাস বলেন,আমার বোন রংপুর যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলেও এখন পর্যন্ত বোনের কোন খোঁজখবরই পাচ্ছিনা। জানিনা বোন পলি রানী কি বেঁচে আছে। এবিষয়ে ওসি বাবু কুমার সাহা বলেন, এসংক্রান্ত থানায় নিখোঁজ জিডি হয়েছে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।