বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা সপ্তাহ উপলক্ষে এতিম শিক্ষার্থীদের কে পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম ও দুধ খাওয়ানো হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক আয়োজিত পৌর এলাকার ৩নং ওয়াডের গড়ফতেপুর দারুস ছালাম এতিমখানায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময়ে ৯৩জন এতিম শিক্ষার্থীদের দৌহিক পুষ্টি বৃদ্ধির লক্ষে প্রত্যেকে ১টি করে ডিম ও ১গ্লাস দুধ খাওয়ানো হয়। এদিকে ওই মাদ্রাসার সভাপতি মোঃ তাহেরুল ইসলাম তাহের বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক এতিম শিশুদের মাঝে পুষ্টিদায়ক খাবার খাওনো সত্যিই এটি প্রসংসনীয়।পৌর কাউন্সিলর রেজাউল করিম বলেন প্রাণী সম্পদ অফিসের এ ধরনের আয়োজন প্রসংসার দাবি রাখে।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন বলেন,সেবা সপ্তাহ উপলক্ষে অসংখ্য গাভী ও ছাগল সহ বিভিন্ন প্রাণীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে সেই সাথে এতিম শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম দুধ খাওয়ানো হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী বলন,সেবা সপ্তাহে প্রায় ৪০০/৫০০গাভীকে ফ্রি ভ্যাকসিনেশনে আওতায় এনে (পিপিআর,এলএসডি) ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেই সাথে অনান্য প্রাণীদের কেও ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে এবং গড়ফতেপুর এতিম শিশুদের ডিম দুধ খাওয়ানো হয়।
এসময়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।