শেখ ফরিদ, চাটখিল উপজেলা প্রতিনিধি-(নোয়াখালী)
ঈদুল আজহার পূর্বে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও শতভাগ উৎসব ভাতা ঘোষণার দাবিতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমরানুল হক ভূঁইয়া মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন চাটখিল উপজেলা শাখা। উপজেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে ১১ মে দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জনাব সাইফুল ইসলাম বাবর এবং উজ্জ্বল দাস গুপ্ত, জনাব ওমর ফারুক ও আবু তাহের প্রমূখ।
স্মারকলিপিতে মাদ্রাসাসহ এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদ প্রদান, শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবী সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়।
কেন্দ্রীয় সভাপতি জনাব জহির উদ্দিন হাওলাদার ও মহাসচিব দেলোয়ার হোসেন সমর্থিত সংগঠন (বিএমজিটিএ) গত ১ এপ্রিল ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি উত্থাপন করেন এবং দাবি আদায়ের কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের সকল উপজেলা থেকে অদ্যকার এ স্মারকলিপি প্রদান কর্মসূচী বাস্তবায়ন করা হয়।