বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার কইল কর্মকার পাড়া সর্বজনীন কালীবাড়ি বারোয়ারি মন্দির অঙ্গনে গত রোববার অষ্টকালীন লীলা-কীর্তন যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ৩৮ বগুড়া-৩ (আদমদিঘী -দুপচাঁচিয়া) এলাকার খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
এ সময় তাকে কইল কর্মকার পাড়া সর্বজনীন কালীবাড়ি মন্দির কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক দিলীপ কুমার কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরমেয়র জলিল খন্দকার,তালোড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাদিকুল ইসলাম মজনু,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু কমল সরকার (কাজল) আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রামাণিক,সাংবাদিক সুশান্ত মালাকার,ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,আলতাফ নগর চলন্তিকা সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা প্রমুখ।
এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত লীলা কীর্তনের দল কীর্তন পরিবেশন করেন।