বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে ভার্চুয়ালি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। “পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই’র স্মার্ট মনিটরিং এবং ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল বোতলজাতকরণে সচেতনতা বৃদ্ধি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা বিএসটিআই আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন,ঢাকা বিএসটিআই,অফিসের মহাপরিচালক(গ্রেড-১)এস এম ফেরদৌস আলম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, টেকনিক্যাল সেশনে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়
অতিরিক্ত সচিব মোঃ শামীমুল হক সহ গেইন এর প্রতিনিধিরা। বক্তারা বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুণগত মান সম্পন্ন পণ্য সামগ্রী ভোক্তা পর্যায়ে বিক্রয় ও বিতরণ নিশ্চিত করণের স্বার্থে বিএসটিআই সহ সরকারের বিভিন্ন সংস্থাকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তবে কোনভাবেই যেন নোংরা ড্রামে ভোজ্যতেল বিক্রয় ব্যবসায়ীরা না করতে পারে সে দিকটা খেয়াল রাখতে হবে।
এ কর্মশালায় রাজশাহী বিভাগের আওতাধীন সকল জেলা সমুহের ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান,পাইকারি ডিলার,খুচরা বিক্রেতা সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময়ে বিএসটিআই’র মানচিহ্ন যুক্ত ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যাবহার করা,লেবেলবিহীন ড্রামজাত ভোজ্য তেল ক্রয়-বিক্রয় পরিহার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।