বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় দুদিন ব্যপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা শেষে মেলাটি উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়ম।উপজেলা প্রসাশন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিক মন্ডল, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, হিসাব রক্ষণ অফিসার রুহুল আমিন,মৎস কর্মকর্তা হাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এ মেলায় প্রধান পৃষ্ট পোষকতায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলায় উপজেলার নাজির আখতার কলেজ,সরকারি সোনাতলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ প্রায় ৩০টির মতো ষ্টলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি হেলমেটের মাধ্যমে মটরসাইকেল দুর্ঘটনারোধ, জুতার মাধ্যমে একজন অপহরণকারীর আত্নরক্ষা সহ বিজ্ঞান ও প্রযুক্তির নানা ধরনের কর্মকান্ড তুলে ধরেন। অনুষ্ঠানটিতে সঞ্চালনায় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক।