বিকাশ স্বর্নকার,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে তালোড়া পৌরসভার কাউন্সিলরদের কক্ষে এ চক্ষুশিবিরের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, তালোড়া ইউপি সদস্য সেকেন্দার আলী প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে চক্ষুশিবিরে আসা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা,ব্যবস্থাপত্র সেই সাথে প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়। চক্ষুশিবিরে ছানী পড়া রোগীদের বাছাই করে স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও আয়োজকরা জানিয়েছেন। সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত এ চক্ষুশিবিরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক রোগীদের দেখেছেন। চক্ষুশিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ রেজাউল করিম, চিকিৎসক জেম্স রজত মারান্ডী।