বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় বগুড়া সোনাতলা উপজেলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে মন্দির ভিত্তিক শিশু গনশিক্ষা কার্যক্রম আওতায় বিভিন্ন শিক্ষাকেন্দ্রে বই উৎসব পালন করা হয়।
বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে রীতিমত খুশি। এদিনে উপজেলার পাকুল্লা ঘোষপাড়া সার্বজনীন কালী মন্দির,কালাইহাটা সার্বজনীন দূর্গা মন্দির ও হরিখালী সার্বজনীন দূর্গা মন্দিরে বই বিতরন করেন,ট্রাষ্টের উপজেলা প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিকাশ চন্দ্র স্বর্নকার। পাকুল্লায় বই বিতরণের আগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী বিকাশ চন্দ্র স্বর্নকার,মন্দির কমিটির সভাপতি ও সমাজসেবক পল্লি চিকিৎসক বিপুল চন্দ্র সাহা ও ওই শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা অঞ্জলী রানী সাহা প্রমুখ। আলোচনা শেষে ২৮জন ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই,পেন্সিল,খাতা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ওই মন্দিরের সভাপতি বিপুল চন্দ্র সাহা,শুভজিৎ ঘোষ,পবিত্র ঘোষ,ভবানী দাস,কেতু দাস,এক্বা দাস,মধু ঘোষ,বৌদ্ধ ঘোষ,চেনু মন্ডল, শিক্ষিকা অঞ্জলী রানী সহ অভিভাবক। এদিকে একই দিনে কালাইহাটা মন্দিরে ও হরিখালী মন্দিরে বই বিতরন করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। সে সময়ে ওই মন্দির কমিটির সভাপতি, সদস্য ও অভিভাবক।