মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার সমর্থকের বাড়িতে হামলা,লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ করেছেন।
সেনবাগ নিজ বাড়িতে রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া এবং চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, ‘লায়ন জাহাঙ্গীর আলম মানিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি হলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার নৌকার প্রার্থী।
আমার সাধারণ সম্পাদক নৌকার জন্য কাজ না করে স্বতন্ত্রের জন্য কাজ করছে।সে আমাকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেয়ার হুমকি দিয়েছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘শনিবার বিকেলে চেয়ারম্যানের বাড়ির পাশে আমার নির্বাচনি পথসভা ছিল। সন্ধ্যার আগ মুহূর্তে নৌকার প্রার্থী মোরশেদ আলমের ছেলে দিপুর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক তাতে হামলা চালায়। ওই সময় ব্যাপক হাতবোমার বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে তারা।‘পরে ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের বাড়িতে গুলিবর্ষণ করে ভাঙচুর চালানো হয়। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনে জানানো হয়েছে।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তী সময় এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’