বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে তোপধ্বনি,শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদন সহ তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পুলিশ সদস্য,আনছার ভিডিপি সদস্য,রোভার,স্কাউট সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শিক্ষনীয় নানান ধরনের ডিসপ্লেও অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজামান লীটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি)বাবু কুমার সাহা, ওসি তদন্ত আবু সুফিয়ান,পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,বালুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল ও সাবেক পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গনমাধ্যম কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সোনাতলার সর্বস্তরের জনসাধারণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,এম মেহেরুল, তাহেরুল ইসলাম উজ্জল। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত প্রথম/দ্বিতীয়/তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।