নাটোর প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সাংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০এপ্রিল) দুপুরে নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী বাজারে চার শতাধিক অসহায় পরিবারের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু। তিনি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের মতো সবাইকে পাশে নিয়ে চলতে চাই।আপনাদের খুশিই আমাদের খুশি,আপনারা আমাদের পাশে থাকবেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাগাতিপাড়া সদর ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম টারজান ।সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাস বিপুর পরিচালনায় উপস্থিত ছিলেন জিগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক রাকশেদ আলী সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়াডের নেতৃবৃন্দ।আলোচনাসভা শেষে চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।