মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নোয়াখালী জেলার সভাপতি আনোয়ার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফখর উদ্দিন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তারা জানান,মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনের এক মহা আনন্দের দিন।
ঈদ সব শ্রেনী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি সুধায় ভরে উঠুক এই বিশ্ব সমাজ। সমাজের ধনী,গরীব,ধর্ম,বর্ণ,গোত্র, জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগী ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিক। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে যেন সকল, দুঃখ,কষ্ট দূরীভূত হয়। অনাবিল আনন্দে মেতে উঠে আমার প্রানপ্রিয় জন্মভূমির প্রতিটি গৃহকোন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা,ভালবাসা। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক।