• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার-০৩ রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আমতলীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোল ও হাতাহাতি নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে

ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দিরের ৮০তম শ্রীনাম সংকীর্তন কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ

ঢাকা জেলা ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দিরের ৮০তম শ্রীনাম সংকীর্তন – ২০২৪ পরিচালনা করার লক্ষ্যে ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব অঙ্গনে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় এতদ্ অঞ্চলের সনাতনধর্মী ব্যক্তিবর্গের উপস্হিতিতে এক সাধারন সভা শ্রীশ্রী যশোমাধব মন্দির শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির সভাপতি শ্রী প্রান গোপাল পালের সভাপতিত্বে শুরু হয়।

সভার শুরুতেই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বপন পাল কালা, যশোমাধব মন্দির কমিটির সাবেক সহ-সভাপতি জ্যোতি লাল ঘোষ ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য গোপাল চন্দ্র পাল এর উপর উক্ত নামযজ্ঞ কমিটির প্রস্তাবিত শোক প্রস্তাব- উপস্হাপন করেন সভার সঞ্চালক শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু)।

শোক প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই সাথে বিগত বছরের সকল সনাতনী পরিবারের প্রয়াত ব্যক্তিদের আত্নার শান্তি কল্পে সভাস্হ সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা সহ প্রার্থনা করেন।

শোক প্রস্তাব শেষে আলোচ্যসূচী অনুযায়ী নামযজ্ঞ উৎসব কমিটির কোষাধ্যক্ষ সমীর বরন সরকার বিগত বছরের নামযজ্ঞ কমিটির পূর্ণাঙ্গ হিসাব উপস্হাপন করেন। উক্ত হিসাবটি আলোচনা পর্যালোচনা শেষে সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মতক্রমে হিসাবটি অনুমোদিত হয়।

হিসাব অনুমোদন শেষে শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির সভাপতি- প্রাণ গোপাল পাল বিগত বছরের কমিটি বিলুপ্ত ঘোষনা শেষে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে নতুন সভার কাজ শুরু হয়।

সভার আলোচনায় অংশ গ্রহণ করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিত্বয় শ্রী অসিত গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা কল্যান ব্রত সরকার, শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, প্রচার সম্পাদক ও ধামরাইয়ের সিনিয়র সাংবাদিক দীপক চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রতন পাল,সদস্য হারাধন চক্রবর্তী সহ অন্যান্যরা।

আলোচনা পর্যালোচনান্তে সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে শ্রীশ্রী যশোমাধব মন্দির শ্রীনাম সংকীর্তন উৎসব -১৪৩১বঙ্গাব্দ/২০২৪ খ্রীস্টাব্দ সালের জন্য এক বছর মেয়াদে প্রাণ গোপাল পালকে সভাপতি, কল্লোল সেন ঠাকুর গোপাল কে সাধারণ সম্পাদক ও সমীর বরন সরকারকে কোষাধ্যক্ষ করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেইসাথে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ