বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় আমন ধান -চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা।
উপজেলা ধান-চাল সংগ্ৰহ কমিটি ও খাদ্য গুদামের এলএসডির আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম রব্বানী,খাদ্যগু দামের (এলএসডি) কর্মকর্তা হাফিজুর রহমান,হরিখালী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,মৎস্য অফিসার হাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন, কৃষকলীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ,পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক রবিউল খাঁন, কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিপুণ আনোয়ার কাজল,পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ মিল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রথমদিনে আজাদ এগ্রো ফুডস এর সত্যাধিকারী,চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু খাদ্যগুদামে ৩টন চাল,সালাউদ্দিন পল্লব ১টন ধান সরকারি ভাবে বিক্রয় করেন।
সোনাতলা খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা(এলএসডি)হাফিজুর রহমান বলেন,এবার ৩৭৪মেট্রিকটন ধান ও ৭৮৪ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি মুল্য অনুযায়ী এবারে ধান ৩০টাকা ও চাল ৪৪টাকা কেজি দরে ক্রয় করা হবে।