বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ইউনিয়নের কইল গ্ৰামে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে, এউৎসব উপলক্ষে গত শুক্রবার সকাল থেকে আশপাশের বিভিন্ন গ্ৰামের ভক্তবৃন্দ ওই গ্ৰামের ঠাকুরপাড়ায় কালাচাঁদ মন্দিরে উপস্থিত হন।
সকাল ৯টায় পূজা অর্চনা শেষে উলুধ্বনি শঙ্খধ্বনির দিয়ে ১ম টানের মধ্যে রথযাত্রার শুভ সূচনা হয়।পরে মন্দিরের আটচালায় পদাবলী কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া শ্রীনিরাঞ্জন দেবনাথ।
দুপুরে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে রথটি রাধাগোবিন্দ মন্দিরে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান,প্রায় ৫০বছর পূর্বে গ্ৰামের ঠাকুরবাড়িতে এ উৎসবের প্রথম আয়োজন করা হয়। এ উৎসব উপলক্ষে গ্ৰামটিতে সাজ সাজ রব পড়ে। প্রতিটি বাড়িতে আসে তাদের নিকটতম আত্নীয়স্বজন।এ উৎসবে প্রায় পাঁচ হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।