বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলার নগরপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ৩২প্রহরব্যপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলারস কীর্তন অনুষ্ঠিত হয়েছে। গ্ৰামবাসীর আয়োজনে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ কীর্তন অনুষ্ঠিত হয়।
কীর্তন অনুষ্ঠানে উপজেলার সহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মানুরাগী সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষ ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠান অঙ্গন। এই বিশাল হরিবাসর প্রাঙ্গনে এসে সু-শৃঙ্খল ভাবে বসে মধুর কীর্তন শ্রবন করলেন সনাতন ধর্মানুরাগীরা।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া বিশাল হরি মন্দিরে ধর্মানু্রাগী নারী ও পুরুষেরা অত্যন্ত সুন্দর শান্তপ্রীয় ভাবে বসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নামী-দামী কীর্তনীয়া ও তার সহযোগিদের মধুর সুরে পরিবেশনকৃত কীর্তন উপভোগ করেছেন।
মাঝেমধ্যেই কীর্তনের ভাবাবেগে একে অপরকে জড়িয়ে ধরে অশ্রুশিক্ত নয়নে আলিঙ্গন করতে দেখা গেছে। কার্তিক মাসে কীর্তন অনুষ্ঠান হওয়ার কারণে তাপমাত্রা ছিল সহনশীল। এবার তাদের ৭৯তম অধিবেশন চলমান। ৩১শে অক্টোবর মঙ্গলবার রাতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে এ কীর্তন অনুষ্ঠান শুরু হলেও সেটি চলেছে ৫ই নভেম্বর রোববার পর্যন্ত।
অপরদিকে ওই দিনই দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ উৎসব পরে ভক্তবৃন্দের মাঝে প্রাসাদ বিতরণ করে আয়োজক কমিটি। পরের দিন সোমবার দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের ৩২প্রহর ব্যপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলারস কীর্তন অনুষ্ঠানের ঘটেছে সমাপ্তি।
এই অনুষ্ঠানকে ঘিরে ওই গ্ৰামে সাজ সাজ রব পড়েছে এ উপলক্ষে প্রতিটি বাড়িতে এসেছে দুর-দুরান্ত থেকে তাদের নিকট অত্নীয়-স্বজন। উক্ত অনুষ্ঠানে লীলারস কীর্তন পরিবেশন করেন, নাটোরের সুকৃতি রানী মহন্ত, নওগাঁর প্রেমানন্দ হালদার, বগুড়ার অসিত কুমার সরকার (গগন), জয়পুরহাটের সীতা রানী সরকার সহ বিভিন্ন মহানামের দল।