বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক দিক নির্দেশনায়, এএসপি (শিবগঞ্জ) সার্কেল তানভীর রহমানের তত্বাবধানে ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)সৈকত হাসানের পরিচালনায়, এসআই মোঃ জুলহাস উদ্দিন, এএসআই মোঃ এরশাদ আলী-১, এএসআই রমেন কুমার সাহা, এএসআই মোঃ নাসির উদ্দিন, সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন, পৌরসভার নতুন বন্দরের মোঃ ফেরদৌস আলম বাবুর স্ত্রী মোছাঃ সান্তনা বেগম।
উপজেলার পাঠানপাড়া গ্ৰামের মোঃ অলমেছ আলীর ছেলে মোঃ মিলন মিয়া। মধ্য দিঘলকান্দি গ্ৰামের আঃ হাই এর ছেলে মোঃ রবিউল ইসলাম আওয়াল। পৌরসভার গড়ফতেপুর গ্ৰামের মৃত বাহার উদ্দিন এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন। কামারপাড়া গ্ৰামের আব্দুল সামাদ মন্ডলের ছেলে মোঃ আবু তাহের। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্ৰেফকৃতদের ২রা নভেম্বর বৃহস্পতিবার পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।