বগুড়া প্রতিনিধিঃ
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা”।
বগুড়ার সোনাতলায় উপজেলা প্রসাশনের নানান আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৪ই এপ্রিল শুক্রবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ হতে বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বগুড়া ০১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জান লিটন, নির্বাহী অফিসার সাঈদা পারভীন,পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার ভূমি কুরশিয়া আক্তার, কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও গ্ৰামবাংলার লোকজ ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, লোকশিল্পের কারুকার্য সহ ঢাক ঢোলের বাজনার তালে তালে অনেকেই বৈশাখী নতুন কাপড় পড়ে বর্ষ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধো,সুশিল সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তি সহ সর্বস্তরের জন সাধারণ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।