• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত শুভ সকাল অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নোয়াখালীতে এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু মধুপুরে উপজেলা ভিত্তিক ভুমি বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কেরানিহাট ‘দি গ্রিন ভিশনে’র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ

বাঙ্গালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা সদরের সোনাপুর বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বেগমগঞ্জ গাবুয়া বাজার হয়ে জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিহাব উদ্দিন শাহিন সদর-সুবর্ণচরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর হিসেবে দেশ এবং দেশের জনগনকে আলো দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ দেশ নিরাপদ আশ্রয়ে এগিয়ে যাচ্ছে। দেশের ইতিহাসে ত্বরান্বিত হয়ে বড় বড় মেগা প্রকল্প। এখনো বৃহৎ অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলমান বৃহৎ উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় অআনতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের এখন থেকে জনগনের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে আহব্বান করেন তিনি।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলু, মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হাফিজ উল্যাহ চৌধুরী রবিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ