• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
টাঙ্গাইলের মধুপুরে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়ন-এর নির্বাহী কমিটি গঠিত ৪ বার পুরস্কৃার পেলেন গ্রাম পুলিশ ময়না দাস সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভা অনুষ্ঠিত বগুড়ায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারদের ১৯৭তম বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় পুলিশ সুপারের মধুপুর সার্কেল অফিসার ১০ম বারের মতো শ্রষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত বগুড়ায় নয়া উদ্ভাবিত ডায়াবেটিক রাইস চাষে ব্যপক সাড়া ফেলেছে কৃষক আলী বগুড়ায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দূর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু ওবায়দুল কাদেরের সাথে মোজাম্বিক কেন্দ্রীয় আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ধামরাইয়ে সাংবাদিকের হাত-পা ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানীতে অভিযোগ, তাৎক্ষনিক অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

News Desk
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ

জেলা প্রশাসকের গণশুনানিতে অভিযোগ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদকারীকে ২ লক্ষ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা, ২ দিনের মধ্যে সিলিন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসক, চট্টগ্রাম এই গণশুনানির আয়োজন করেন। গণশুনানীতে ভূক্তভোগী নাগরিকরা জনজিবনের বিভিন্ন সমস্যা নিয়ে ন্যায় প্রতিকারের আশায় নানান অভিযোগ তুলে ধরেন। নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড ভক্তপুরের এলাকাবাসী আজকের গণশুনানীতে জেলা প্রশাসক বরাবরে এরকমই এক অভিযোগ নিয়ে আসেন। অভিযোগে বলা হয়, ভক্তপুর আবাসিক এলাকায় জনৈক ব্যবসায়ীর আনোয়ার ট্রেডিং কর্পোরেশন এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের কারনে এলাকায় নানা সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ প্রদান করেন। সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে পরিচালিত আনোয়ার ট্রেডিং কর্পোরেশন নামের এ ব্যবসা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

অভিযানকালে কয়েক হাজার গ্যাস সিলিন্ডার নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্নভাবে ব্যবসা পরিচালনা করায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতির শঙ্কা পরিলক্ষিত হওয়ায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ব্যবসা কার্যক্রম বন্ধ করে আনোয়ার ট্রেডিং কর্পোরেশনের সিলিন্ডারগুলো অপসারণের জন্য ২ দিন সময় দেওয়া হয়। গণশুনানীতে হাজীর হয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযানে প্রতিকার পেয়ে এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অভিযানে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ