রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা- দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগষ্ট) ধামরাই পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আ: সোবহান মডেল স্কুলের পাশে বিকাল পাঁচটার দিকে ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ধামরাই পৌরসভার প্যানেল মেয়র মোঃ মোকছেদ এর
সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি,ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ(এম.পি)
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, বিশিষ্ট সমাজ সেবক ও ধামরাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আ: সাত্তার,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হিমায়েত কবির মতিন, ধামরাই পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর (৮ নং ওয়ার্ড) মোঃ শহীদুল্লাহ, ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান হাফিজ, হারুন অর রশিদ রোকন,ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার,পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলী খান,ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান পিয়াস সহ ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও স্হানীয় জনসাধারণ এ’সময় উপস্থিত ছিলেন।