মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, কর্তৃক চৌমুহনী বাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে অভিযান চালানো হয়।
এসময় এ সকল হোটেল ও রেস্টুরেন্টের ভেতরের রান্নাঘর পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। একই ফ্রিজের মধ্যে আগের দিনের অবিক্রিত ফ্রাইড চিকেন, মেরিনেট করা মাংশ, কাঁচা মাছ-মাংস এবং মসলা একসাথে পাওয়া যায়।
এছাড়া এগুলোর কোনটিরই হোটেল ও রেস্তোরাঁ লাইসেন্স এবং খাবার তৈরী ও পরিবেশনের সাথে জড়িত স্টাফদের স্বাস্থ্য সনদ/হেলথ সার্টিফিকেট পাওয়া যায় নি।
এ সকল অপরাধ বিবেচনায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কলাপাতা হোটেল ও রেস্টুরেন্ট কে ১.০ (এক) লক্ষ টাকা, কাশফুল হোটেলকে ৫০.০ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে ৫০.০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর হাসান।