বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলার বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কুরশিয়া আক্তার উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দের সাথে বিশাল আকৃতির দৃষ্টিনন্দন শতবর্ষী পারুল গাছটি দেখলেন বিদায় বেলায়।
শত বর্ষী এই পারুল গাছটি উপজেলার গড়ফতেপুর এলাকার সরকারি নাজির আখতার কলেজে শত বৎসর যাবত ঐতিহ্য বহন করে আসছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি এত বয়োবৃদ্ধ পারুল গাছটি উপমহাদেশের মধ্যে এটিই একমাত্র। যে গাছটি হাটি হাটি পা পা করে শত বছর অনেক আগেই পার করেছে।
এ পারুল গাছটি এক নজর দেখতে দেশ-বিদেশের শত শত বৃক্ষ প্রেমিক সোনাতলার কলেজ অভ্যন্তরে এসেছে সেই সাথে ছবি তুলে প্রচার করেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে)। যদিও প্রবাদের কথা সাত ভাই এর একটি বোন আর সেটিই হলো পারুল। কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,শতবর্ষী এই পারুল গাছটি বিরল প্রজাতির একটি গাছ। বাংলাদেশের একমাত্র সাদা ফুলের এই পারুল গাছটি সরকারি নাজির আখতার কলেজের প্রশাসনিক ভবনের সন্মুখভাগে অবস্থিত। গাছটি দেখে আমি অভিভূত। সোনাতলা উপজেলার জন্য এই বিরল প্রজাতির পারুল গাছটি হয়ে উঠেছে এক গৌরবময় নিদর্শন।এই গাছটি অনেক বৃক্ষপ্রেমিদের মন জুড়িয়ে দিবে।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কমকর্তা মাইনুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হুদা,মৎস কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আঃ মালেক