এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছায় ৫৪ কোটি টাকা ব্যয়ে গুনখালী ও নড়া নদীর উপর ৫৪ কোটি টাকা ব্যায়ে দুটি সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ। সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সেতু নির্মান প্রকল্পের স্থান পরিদর্শ করেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
পরিদর্শন করেন এলজিইডি’র ঢাকা’র প্রকল্প পরিচালক শেখ মোঃ আবু জাকির সেকেন্দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) প্রভাস চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, এলজিইডি’র সেতু ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরী, এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সহকারী প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, পুলকেশ মন্ডল, যুবলীগ নেতা আজিজুল হাকিম ও আকরামুল ইসলাম।