মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের ছবি দিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপি’র সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নোটিশের সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহিম। এরআগে, গত বুধবার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই নোটিশ দেয়া হয়। কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না। তা আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের কাছে জানাবেন। জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন।
তবে এ ঘটনার জের ধরে উপজেলা বিএনপি’র কতিপয় নেতা কোন্দল সৃষ্টি করে রাজিনৈতক ফায়দা লুটতে চেয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উস্কানি দেয় একটি পক্ষ। হাতিয়া পৌর বিএনপি’র সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদ্রসার সহকারী অধ্যাপক। কে বা কারা আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি স্ট্যাটাস দেয়। তবে আমি এখনো কোনো কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি।
হাতে পেলে উত্তর দেবো। নোয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভেকোট আবদুর রহমান বলেন, এটা একটা সাধারণ বিষয়। তিনি ৭ দিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে। তবে কী কারণে এই কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।