বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ পৌরসভার অবহেলিত এলাকার নাম বত্রিশ নতুন পল্লী। যে এলাকাটি কিশোরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বত্রিশ নতুন পল্লী নামে পরিচিত, এই এলাকার মানুষের বসবাস ময়লা আবর্জনা ও শুকরের সাথে পচা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটার কোন ব্যবস্থা নাই।
দেখলে মনেহয় যেন নতুন পল্লী এলাকা পুরোটাই মেথর পট্টি দিনরাত ২৪ ঘন্টা রাস্তা ঘাটে মানুষের বাসাবাড়ির আশপাশে শুকর আছেই। তার সাথে আছে বেওয়ারিশ কুকুরের যন্ত্রণা যেন দেখার কেউ নেই।
ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকার ছোট-বড় সকল বাচ্চা ছেলে মেয়েদের অসুখ বিসুখ লেগেই আছে। এ ব্যপারে বত্রিশ নতুন পল্লী এলাকার সাধারণ জনগণের সাথে কথা বললে তারা নিউজ জাতীয় বাংলাদেশকে জানান আমাদের এই বত্রিশ এলাকাটি সবচেয়ে অবহেলিত এবং ঘৃণিত এই এলাকাতে একটি ডাস্টবিন নেই যেখানে আসপাশের মানুষ ময়লা আবর্জনা ফেলতে পারে।
এর থেকে মুক্তির জন্য কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় এর দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন বত্রিশ নতুন পল্লী এলাকাবাসী।