বিজয় চন্দ্র সরকার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আজ দুর্যোগপুর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৩-২০২৫ দ্বিবার্ষিক নির্বাচন। মোট ভোটার সংখ্যা ৬০জন এর মধ্যে ২১ পার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তারা হলেন মতিউর রহমান বুলবুল, শ্রীধর বনিক, মদন গোপাল কর্মকার, গাজি জামাল উদ্দিন, কালু কামাল উদ্দিন, মাসুদুজ্জামান মাসুদ, জুলহাস উদ্দিন জীবন, নন্দন বনিক, উত্তম বনিক, কৃষ্ণ বনিক, মানিক কুমার দাস, উজ্জ্বল রায়, মানিক কর্মকার, কানু বনিক,মুশিখুর রহমান সুজন, বাসুদেব বনিক, গৌর দাস বনিক,বিপুল চন্দ্র বনিক, মোহাম্মদ মাঈনুল ইসলাম, পাপন বসাক।
সকাল ১০ টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ, মুশলধারে বৃষ্টির মধ্যেও ভোটাররা আনন্দঘন পরিবেশে তাদের পছন্দের ১৯ জন পার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং দুইজন পার্থী পরাজিত কিশোরগঞ্জ শহরের সকল জুয়েলার্স মালিকগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা অত্যান্ত আনন্দিত এবং উৎফুল্ল।
নির্বাচনের স্থান
বাংলাদেশ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসনিক কার্যালয় আখড়া বাজার ঝর্ণাধারা কিশোরগঞ্জ।