বিজয় সরকার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
দফায় দফায় স্বর্ণের দাম বাড়ার কারণে কিশোরগঞ্জ শহরের ছোট ছোট জুয়েলার্সের দোকানগুলো ক্রেতা শূন্য। জুয়েলার্সের মালিকেরা আক্ষেপ করে বলেন আর মাত্র ১০-১২ দিন বাকী আছে রোজার ঈদ এখনো বিকিকিনি ও অডারপত্র নেই এর মধ্যে মরার উপর খারার ঘা হয়ে দাড়িয়েছে ভ্যাট ইনকামট্যক্স মাসটা যেতে না-যেতেই পরিশোধ করার বাড়তি চাপ দেয়া শুরু করেন।
এসব দেখে ছোট ছোট জুয়েলারি দোকানদারদের নাভিশ্বাস উঠে গেছে! তারা জানান বর্তমান সময়ে কাজকর্মের যে ভয়াবহ পরিস্থিতি এরমধ্যে পরিবার পরিজন নিয়ে দু’বেলা দুমুঠো ভাত খেয়ে পরে বাঁচতে পারবো কি-না জানিনা ভ্যাট ইনকামট্যক্স দিবো কেমন করে।