মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ
১৯৯৮ সনে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় চন্দ্রপুর নীলকুঠিতে সোলায়মান মুহরীকে হত্যা করা হয়। হত্যার পর সোলায়মান মুহরীর স্ত্রী রহিমা আক্তার প্র: ধনী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে।
তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা সোলায়মান মহুরী হত্যার সহিত মামলার বাদী নিজেই জড়িত স্বাক্ষ্য প্রমাণ পেয়ে রহিমা আক্তারকে গ্রেফতার করে। পরবর্তী রহিমা জামিন নিয়ে পলাতক হয়। বিজ্ঞ আদালত বিচার শেষে রহিমা আক্তার কে যাবজ্জীবন সাজা প্রদান করে। রহিমা দীর্ঘদিন পলাতাক থাকা অবস্থায় বৃহস্পতিবার ২৭ জুলাই সুধারাম থানার এস আই আবু তালেব নোয়াখালী পৌর এলাকা থেকে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের এ-সব তথ্য নিশ্চিত করেন।