যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্রী মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন।
এ বিষয়ে তিনি বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারে প্রার্থীর নিজ অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে ভাংচুর, প্রচারণায় বাধার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সরকারের সযোগীতা কামনা করেন। এসময় তিনি নানান প্রতিশ্রুতি দিয়ে ১৫ দফা নির্বাচনি ইশতেহারও ঘোষনা করেন।
সীমানা জটিলতাসহ নানান প্রতিবন্ধকতায় প্রায় ১২ বছর পর আগামী ১৭ জুলায় বেনাপোল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ড এ নির্বাচনে ১২টি কেন্দ্রে ৯৫টি ইভিএমে ভোট নেওয়া হবে। ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটার রয়েঠেন ১৫ হাজার ৩৪১ জন।
নির্বাচনে নৌকার প্রার্থী রয়েছেন নাসির উদ্দীন, অপর দিকে সতন্ত্র প্রার্থী হয়ে মোবাইল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন মফিজুর রহমান সজন ও জগ মার্কায় ফারুক হোসেন উজ্বল।