• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ সেনবাগে অবৈধ ৪ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা ডুমুরিয়ায় ইট‌ভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান জমাদার ও সাধারণ সম্পাদক রঞ্জন সরদার ফের ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন দেশের শিল্প বিকাশের গর্বিত অংশীদার ইউনিভার্সাল ট্রেড সেন্টার সেনবাগ থানার গোলঘরে মারামারি,আটক ৬ ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ২টি ইটভাটায় ২২ লাখ টাকা জড়িমানা সেনবাগে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

২৪২ কোটি টাকার বাজেট ঘোষনা করলেন বগুড়া পৌরসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বগুড়া প্রতিনিধিঃ

চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) জন্য বগুড়া পৌরসভা প্রায় আড়াইশ’ কোটি টাকার বাজেট ঘোষনা করেছে।

রোববার (১০ জুলাই) শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২শত ৪২ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ৫৮১ টাকা।

এর মধ্যে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ৭০ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার ২৯১ টাকা, পানি সরবরাহ খাতে ১ কোটি ২৭ লক্ষ , উন্নয়ন খাতে ৩২ কোটি টাকা, প্রকল্প খাতে ১৩৮ কোটি ৮৮ লক্ষ টাকা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২শ৪০ কোটি ৮৮ লক্ষ ৩৪ হাজার ৪৯ টাকা। এতে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৬৯ লক্ষ ১৩ হাজার ৫৩২ টাকা।

বাজেট বক্তব্যে মেয়র বলেন, নতুন করে কোন খাতে কর বৃদ্ধি করা হয় নি। তবে করের আওতা বাড়ানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এ জন্য স্বাধীনতা চত্বর নির্মাণ প্রকল্প, রাস্তা ও ড্রেন নির্মাণ, মহিলাদের গণশৌচাগার নির্মাণ, হরিজন কলোনী নির্মাণ, আধুনিক কসাইখানা নির্মাণ, ইদগাহ উন্নয়ন, পৌর মার্কেট ও হাটবাজার ইজারা ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা সহ জনস্বার্ধে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। পৌরসভার সার্বিক উন্নয়নে মেয়র জেলা

প্রশাসক ও পুলিশ সুপার এবং সর্বস্তরের নাগরিকদের সহায়তা ও পরামর্শ কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মাষ্টারপ্লান অনুযায়ী শহর গড়ে তোলা হলে তা হবে বাসযোগ্য আধুনিক শহর। অবৈধভাবে গড়ে ওঠা সকল বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে সকলের সহযোগিতা কামন করেন তিনি।

বিশেষ অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তি শহরের যানজট কমাতে ঠনঠনিয়া আন্তঃজেলা কোচ টার্মিনাল স্থানান্তর করে বনানীতে নেয়ার পরামর্শ দেন। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান আলমের পরিচালনায় আরো বক্তব্য দেন প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস ও আলহাজ শেখ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, প্রবীন ডাক্তার সিএম ইদ্রিস ও ডাঃ এএইচএম মুশিহুর রহমান, রেজাউল হাসান রানু, আব্দুল হামিদ মিটুল, জিয়াউর রহমান, রাহাত রিটু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ