• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাম নবমীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মমতার কপিলমুনিতে বাসস চেয়ারম্যানের শুভাগমন উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ড. ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি  নোয়াখালীর কবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১ সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক ও জানজট মুক্ত করতে সাব ট্রাফিক স্টেশন উদ্বোধনে পুলিশ সুপার বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলো, রানা (২২),পিতা- হারুনার রশিদ,সাং-বালুন্ডা (উত্তরপাড়া),সামছুর রহমান শম্পা (৪৯),পিতা-মৃত তনু মোড়ল,সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), আক্তার হোসেন বুনো আক্তার(২৫),পিতা-অহিদুল্লাহ বল্টু, সাং-সাদিপুর,বেল্লাল,পিতা-জিয়াউর রহমান,সাং-দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে),আনিচুর রহমান (৪৫),পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, ইনছান আলী,পিতা-মৃত মোসলেম আলী,সাং-গাতীপাড়া, হনুফা বেগম (৫০),স্বামীঃ সোহরাব হাওলাদার,সাং-ভবেরবেড় (মধ্যপাড়া),ময়েন উদ্দিন (১৮),পিতা-মোঃ শুকুর আলী,সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে),ইমরান হোসেন (২৪),পিতা-আইয়ুব আলী,গ্রাম-ভবেরবেড়, রহমত (৪৮),পিতা-সামসুর রহমান সন্তোষ,সাং-কাগমারী,আঃ হাকিম (৫৫),পিতা-মৃত আবুল কাশেম,সাং-ছোট আঁচড়া,আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা-বেনাপোল পোর্ট।

মাদক সহ গ্রেফতারকৃতরা হলো,আবু বকর সিদ্দিক(২৫), পিং ইউসুফ আলী,সাং-বড়আঁচড়া ও জাহিদ হাসান (৩৫),পিতা- ইসমাইল মোড়ল, সাং-দক্ষিন বারপোতা, উভয় থানা বেনাপোল সর্ব জেলা-যশোর।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে,এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবা সহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ