• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মধুপুরে ৪ জনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা বগুড়া হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) এর মাজারের ৯টি দানবাক্সে মিলল প্রায় ২৪ লাখ টাকা সেনবাগ পাঠাগারের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রায়পুরের আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সেনবাগে মেধা বৃত্তি পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ধামরাইয়ে অবৈধ ভবন গুড়িয়ে দিয়ে কলেজের দুই কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রামে “সাপ্তাহিক পূর্বধারা” পত্রিকার প্রকাশ উপলক্ষে পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত সোনাতলায় বসত বাড়িতে আগ্নীকান্ডে চার লাখ টাকার মালামাল ভস্মীভূত নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী কোম্পানী বাজার সড়কের বেহাল দশা

News Desk
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩

মোঃ রিয়াজুল সোহাগ, নোয়াখালী থেকেঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের কেঘনা হোসেন আবাসন প্রকল্প থেকে মাদ্রাসায় নিজামিয়া পর্যন্ত কোম্পানী বাজার প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল দশা।

এতে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সরজমিন গিয়ে জানা যায়, চালক-যাত্রীদের অভিযোগ, পুরো এই দুই কিলোমিটার সড়ক পিচ-পাথর সরে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে থাকে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

স্থানীয় এলাকাবাসী জানান, সড়কটি কোমপানী বাজার পর্যন্ত উপজেলার কেঘনাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের যাতায়াতসহ পার্শ্ববর্তী কুমিল্লা জেলার সরশপুর, বাইশগাঁও, লক্ষণপুর, চাঁদপুর, বাতাবাড়িয়া গ্রামের মানুষের চলাচলের সহজ রাস্তা।

সড়কটি বাংলাবাজারের মধ্য দিয়ে কেঘনা হোসেন আবাসন প্রকল্প থেকে মাদ্রাসায় নিজামিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় ভোগান্তিতে প্রায় লক্ষাধিক মানুষ। ১২ বছরের অধিক সময় ধরে সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কটিতে। উপজেলার ১নং জয়াগ ইউনিয়ন ও ২নং নদনা ইউনিয়নের মধ্যবর্তী সড়কের এই বেহাল দশায় পণ্য পরিবহনসহ যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশার যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকের।

বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয়রা। উপজেলার ১নং জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশ জানান, সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি ১নং জয়াগ ইউনিয়নের হলেও কোড ২নং নদনা ইউনিয়নে। এই সড়কটি সাময়িক চলাচলের জন্য মেরামত করে পরে পুনঃসংস্কারের ব্যবস্থা করা হবে। উপজেলা প্রকৌশলী এমদাদুল হক বলেন, সড়কটি সংস্কারের জন্য কোনো আবেদন করা হয়নি। এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি, সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ