এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
খুলনার পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যানের স্থায়ী বরখাস্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মনোতোষ মন্ডল, রশিদ সরদার, জয়ন্ত মন্ডল, সাগর বিশ্বাস, স্বপন মন্ডল, কুমারেশ সরকার,সুব্রত দফাদার, সুশান্ত সরকার, আকবর গাজী, ক্ষিতীষ মন্ডল মনিরুল ইসলাম, প্রীতিশ সরকার, তাপষ রায় ও আব্দুল্লাহ সরদার।
উল্লেখ্য গত ২৮ মার্চ উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটা আপত্তিকর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা করা ভাইরাল করে। এনিয়ে তাকে বরখাস্তের দাবীতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত হয়। অনুষ্ঠিত হয় সভা ও মানববন্ধন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উর্ধতন কতৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়। যার প্রেক্ষিতে ২০ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচীব জেসমিন প্রধান লিখিত ভাবে তাকে সাময়িক বরখাস্থ করেন। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জন্য ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।