বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলা রোডে আজাদ শপিং কমপ্লেক্সে পূবালী ব্যাংকের ১৬১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে । ২১জুন বুধবার বেলা ১২টায় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর শাখার ব্যবস্থাপক মোছাঃ তহুরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। বিশেষ অতিথি ছিলেন,এ অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ছালামুজ্জামান, আজাদ শপিং কমপ্লেক্সে ও আজাদ এগ্ৰো ফিড লিমিটেডের সত্তাধীকারী আবুল কালাম আজাদ (পুটু)।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এ উপশাখার ব্যবস্থাপক মোঃ শরীফ ছাইয়্যিদুন, বনিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক কমিশনার তাহেরুল ইসলাম তাহের,পৌর কমিশনার নিপুন আনোয়ার কাজল, সহ পূবালী ব্যাংকের জেলার বিভিন্ন শাখা হতে আগত ব্যবস্থাপকরা। এ সময় প্রতিটি বক্তা তাদের দেওয়া বক্তব্যে এ ব্যাংকের লেনদেন এর উপর নানান ধরনের সুযোগ সুবিধার কথা ফুটে তোলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হুমায়ন কবির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুভাশ আহম্মেদ। এছাড়াও উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা,পৌর কাউন্সিলরগন, গনমাধ্যম কর্মী সহ প্রায় তিন শতাধিক বিভিন্ন ধরনের ব্যবসায়ীক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।