অর্ধ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
যশোর প্রতিনিধি:
যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ০১ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (০৫ নভেম্বর) সকাল ৭ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার হতে ০১ জন আসামীসহ ৩১৯.৪৮ গ্রাম ওজনের ০৩ (তিন) টি স্বর্ণের বার, ০২টি মোবাইল এবং ০১টি হেডফোন আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৫,২৬,৬৮৪/- (পঞ্চান্ন লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত চুরাশি) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা, ০১টি হেডফোন এর মূল্য ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা এবং নগদ ২,৩৫০/-টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫৫,৪৭,০৩৪/-(পঞ্চান্ন লক্ষ সাতচল্লিশ হাজার চৌত্রিশ) টাকা।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ ওসমান গনি (৩০), পিতা-মোঃ সৈয়দ আলী মন্ডল, গ্রাম-মোল্লাপাড়া বারান্দী পাড়া, ডাকঘর-যশোর সদর, থানা-যশোর সদর, জেলা-যশোর।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।























