০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

সেনবাগে ঘুমের মধ্যে চার মাস বয়সী শিশুর মৃত্যু

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

সেনবাগে ঘুমের মধ্যে চার মাস বয়সী শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঘুমের মধ্যে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম লাইবা। সে স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে লাইবা ছিল সবার ছোট। সকাল ১০টার দিকে শিশুটির মা শারমিন আক্তার তাকে শোবার ঘরে ঘুম পাড়িয়ে গৃহস্থালির কাজে ব্যস্ত হন। কিছুক্ষণ পর রুমে ফিরে এসে দেখেন শিশুটি অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত স্বজনেরা সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে। আমাদের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় খাবার না খাওয়ানো বা ঘুমের মধ্যে কোনো কারণে শ্বাসরোধ হতে পারে। তবে শরীরে কামড়ের চিহ্ন পাওয়া যায়নি, কিছু লাল দাগ ছিল যা রক্ত জমাট বাঁধার লক্ষণ।”

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো আমার জানা নেই।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৮১

সেনবাগে ঘুমের মধ্যে চার মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট: ০১:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সেনবাগে ঘুমের মধ্যে চার মাস বয়সী শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঘুমের মধ্যে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম লাইবা। সে স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে লাইবা ছিল সবার ছোট। সকাল ১০টার দিকে শিশুটির মা শারমিন আক্তার তাকে শোবার ঘরে ঘুম পাড়িয়ে গৃহস্থালির কাজে ব্যস্ত হন। কিছুক্ষণ পর রুমে ফিরে এসে দেখেন শিশুটি অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত স্বজনেরা সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে। আমাদের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় খাবার না খাওয়ানো বা ঘুমের মধ্যে কোনো কারণে শ্বাসরোধ হতে পারে। তবে শরীরে কামড়ের চিহ্ন পাওয়া যায়নি, কিছু লাল দাগ ছিল যা রক্ত জমাট বাঁধার লক্ষণ।”

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো আমার জানা নেই।”