মানিকপুর ঈদগাহের উন্নয়নে অনুদান দিলেন কৃতিসন্তান সৈয়দ হারুন এমজেএফ
মানিকপুর ঈদগাহের উন্নয়নে অনুদান দিলেন কৃতিসন্তান সৈয়দ হারুন এমজেএফ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর ঈদগাহের উন্নয়নে অনুদান দিয়েছেন এলাকার কৃতিসন্তান, টপস্টার গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবী লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
ঈদগাহ উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে তিনি পূর্বঘোষণা অনুযায়ী ২০ লক্ষ টাকার প্রতিশ্রুতির প্রথম ধাপে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
উক্ত অর্থ জনতা ব্যাংক লিমিটেড, সেনবাগ শাখায় “মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটি” নামক হিসাব নম্বরে জমা করা হয়েছে।
হিসাবের বিস্তারিত:
হিসাবের নাম: মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটি
হিসাব নম্বর: ০১০০২৭৫৭৫৩৯১৭
ব্যাংক: জনতা ব্যাংক লিমিটেড পিএলসি, সেনবাগ শাখা, নোয়াখালী রাউটিং নম্বর: ১৩৫৭৫২০৮১
এই অনুদান শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং সৈয়দ হারুন এমজেএফ-এর সমাজসেবামূলক মনোভাব, নেতৃত্ব ও ঈদগাহের প্রতি তাঁর দায়িত্ববোধেরই একটি বাস্তব প্রতিফলন। ঈদগাহ মাঠের অবকাঠামোগত উন্নয়ন অচিরেই দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় মুসল্লিদের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া করে বলা হয়— আল্লাহ যেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ ও তাঁর পরিবারকে সুস্থতা, দীর্ঘ হায়াত ও আরও সফলতা দান করেন। তাঁর ব্যবসা-বাণিজ্য এবং সমাজসেবামূলক কাজগুলোতে যেন বরকত নাজিল হয়।
স্লোগান:
মানিকপুর ঈদগাহ–সম্প্রীতি, সৌহার্দ্য ও গর্ব আমাদের; দায়িত্বও আমাদের।
দায়িত্ব পালনে আপনারাও হোন অংশীদার।
হ্যাশট্যাগ:
#মানিকপুর ঈদগাহ #উন্নয়নের আলো #সামাজিক দায়িত্ব #স্বপ্নপূরণের পথে।
Sayed Harun Foundation–সৈয়দ হারুন ফাউন্ডেশন























