সেনবাগে দুর্ভোগ লাগবে পৌর যুব জামায়াত নেতার সাঁকো নির্মাণ ও উদ্বোধন
সেনবাগে দুর্ভোগ লাগবে পৌর যুব জামায়াত নেতার সাঁকো নির্মাণ ও উদ্বোধন
নোয়াখালীর সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও মানবিক যোদ্বা আলাউদ্দিন আলোর নেতৃত্বে জনগণের দুর্ভোগ লাগবে খালের উপর সাঁকো তৈরি করা হয়।
সোমবার (২১ জুলাই) সেনবাগ পৌরসভার ৫ নং কালীগঞ্জ জহিরের নতুন বাড়ির দরজায় এ সাঁকো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উল্লেখ্য, খালের পশ্চিম পাড়ে প্রবাসী জহিরের পরিবারসহ বেশ কিছু পরিবারের বসতি হওয়ায় খাল অতিক্রম করে যাওয়া ছাড়া তাদের আর কোন বিকল্প রাস্তা নাই। গত কিছুদিন পূর্বে প্রবাসী জহিরের ৫ বছরের কন্যা সন্তান হাবিবা খালের একটি গাছ শোয়ানো সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায়।
ভাগ্যক্রমে একজন সিএনজি ড্রাইভার তাকে খালের মধ্যে কাতরাতে দেখে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড়িটিতে আরো বেশ কয়েকজন বয়োঃবৃদ্ধ এবং বেশ কয়েকটি শিশু বসবাস করে। বিষয়টি নিয়ে প্রবাসী জহির উদ্বিগ্ন ছিল। তিনি ওয়ার্ল্ড ভলান্টিয়ার্স বাংলাদেশ এর পরিচালক তুহিন এর দৃষ্টি আকর্ষণ করলে নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলো ভাইয়ের সহযোগিতায় সাঁকো নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তের আলোকে কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করা হয়। যা আজ ২১ জুলাই বিকাল ৫ ঘটিকায় চলাচলের জন্য দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌরসভার সম্মানিত আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, ৪ নং কাদরা ইউনিয়ন আমির গোলাম হোসেন শাহিন, সমাজসেবক আব্দুল আজিজ, ডাক্তার আজাদুর রহমান, প্রবাসী জহিরের পিতা রফিকুল ইসলাম, রিয়াদ, মহিন, স্বপন প্রমুখ।


















