বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পৌরসভা বিজয়ী হয়েছেন। এ টুনামেন্টে উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে মোট ৮ টি দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে খেলাটি শুরু হয়।
গত ১৬ই জুন শুক্রবার বিকেলে সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালুয়া ইউনিয়ন পরিষদ একাদশ ও সোনাতলা পৌরসভা একাদশ অংশগ্রহণ করেন। খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়।পরে পরিচালকের সিন্ধান্ত অনুযায়ী ট্রাইব্রকারে দুই তিন গোলে সোনাতলা পৌরসভা একাদশ বিজয় লাভ করেন।
পরে বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন,সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিন।
এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু,উপজেলা ভূমি কর্মকর্তা কুরশিয়া আকতার, সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান। এ সময়ে পৌর পিতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ বলেন,যুব সমাজকে মাদক ও নেশা থেকে দুরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময়ে আরো উপস্থিত ছিলেন কাউন্সিল নিপুন আনোয়ার কাজল, উপজেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি আব্দুল জলিল মোল্লা, যুগ্ম সম্পাদক মাহমুদুর রশিদ সোহেল প্রমূখ।