• মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি করায় আওয়ামী রোষানলে একটি পরিবার নিঃস্ব হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড অপারেশন ডেভিল হান্ট কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার আমতলীতে বর্জ্যের বিষে পায়রার পানি দূষিত জনস্বাস্থ্য হুমকির মুখে গোপনীতার মধ্যও ফাঁস হলো মেহজাবীনের যে ছবি আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা- ঝুঁকি নিয়ে যান চলাচল আদমদীঘিতে ট্রাক্টরের মাটিতে সড়কে কাদা- ঝুঁকি নিয়ে যান চলাচল দিনে, রাতে বেড়েছে ছিনতাই, ব্যবস্থা নিতে মাঠে নামবে বিশেষায়িত ইউনিট : আইজিপি ইসরাইল থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত সিদ্ধান্তে মার্কিন সমর্থন তিনটি গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট,আহত ব্যবসায়ী হাসপাতালে  ‘এই সপ্তাহে’ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে শেষ হতে পারে

গোপনীতার মধ্যও ফাঁস হলো মেহজাবীনের যে ছবি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
আপডেটঃ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। সম্প্রতি মেহজাবী নাম লিখিয়েছেন বড়পর্দায়।

এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর। তবে এবার জানা গেল আসল খবর। বিয়ে করছেন তিনি। মেহজাবীনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব।

বিয়ের বিষয় নিয়ে মেহজাবীন কিছু না বললেও ইতোমধ্যে ফাঁস হয়েছে তার গায়েহলুদের ছবি।

ঢাকার অদূরে সম্প্রতি অনুষ্ঠিত মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান ছিল সংরক্ষিত আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য কঠোর নির্দেশনা ছিল—কোনো ছবি তোলা বা সামাজিকমাধ্যমে প্রকাশ করা যাবে না। অতিথিরাও এই নিয়ম মেনে চলেছিলেন, কেউই অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল না। মেহজাবীনের গায়েহলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে এবং তা তার নিকটজনদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে।

এই ফাঁস হওয়া ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবের সঙ্গে। দুজনের মুখে ছিল উজ্জ্বল হাসি, যা অনুষ্ঠানের আনন্দময় পরিবেশের ইঙ্গিত দেয়। ছবিতে তাদের পেছনে একটি বাদ্যযন্ত্রী দলকেও দেখা গেছে, যারা সম্ভবত সঙ্গীত পরিবেশন করছিলেন।

জানা গেছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) ছিল অভিনেত্রীর গায়েহলুদের অনুষ্ঠান। ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে আয়োজন। মেহজাবীন সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ে করতে যাচ্ছেন।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ