পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ
দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরো সতর্ক সক্রিয় হতে হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এগিয়ে আসতে হবে, আরো সতর্ক ও সক্রিয় হতে হবে। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভের জন্য সকল দায়িত্বশীলদেরকে প্রতিটি ঘরে ঘরে, পাড়ায় মহল্লায় দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে, রাসূল (সাঃ) বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাঁচলাইশ থানার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমির শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল ও ওয়ার্ড এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন মুহাম্মদ ওসমান গণী বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক, পাঁচলাইশ থানা বায়তুলমাল সম্পাদক জাহান উদ্দিন, পাঁচলাইশ থানা অফিস সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমির নিন্মোক্ত কমিটি গঠন করেন। ওয়ার্ড নায়েবে আমির বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মহিউদ্দিন মুহাম্মদ ওসমান গণী বাবলু, সাংগঠনিক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহসানুল করিম মঞ্জু, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা হেদায়েত উল্লাহ, অফিস সম্পাদক শেখ মুহাম্মদ আবু জাফর, দাওয়াহ সম্পাদক মাওলানা নুরুল আবছার, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম ও প্রচার সম্পাদক গাজী সালাহ উদ্দিন।
প্রধান বক্তা চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সর্বশেষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যার শিকার হন রাষ্ট্র পক্ষের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফ। এই আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, সকল প্রকার ষড়যন্ত্র আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কাজী আব্বাস আলী বলেন, ২০২৫ সালের পরিকল্পনা নিয়ে সাংগঠনিক ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করা এবং সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।